ফিদে মাস্টার ফাহাদের হ্যাট্টিক শিরোপা

৩৫তম জাতীয় সাব-জুনিয়র (অনূর্ধ্ব-১৬) দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৬ প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন দেশের ক্ষুদে ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। সাব জুনিয়র দাবায় এটি তার হ্যা্িট্টক। এ নিয়ে মোট চারবার এ ট্রফি ঘরে তুলেন ফাহাদ।

মাহিন্দ্রা কমভিভার পৃষ্ঠপোষকতায় ফাহাদ ৭ রাউন্ডের খেলায় খেলায় ৬.৫ পয়েন্ট পেয়ে শিরোপা নিশ্চিত করেন।

এ টুর্নামেন্টে ছয় পয়েন্ট অর্জন করেন ৩জন খেলোয়াড়। টাইব্রেকিং পদ্ধতিতে সিরাজগঞ্জের মোঃ নাইম হক রানার-আপ, সরকারি বিজ্ঞান স্কুল ও কলেজের অমিত বিক্রম রায় তৃতীয় ও নরসিংদীর নোশিন আঞ্জুম চতুর্থ স্থান লাভ করেছেন।

সপ্তম বা শেষ রাউন্ডের খেলা গতকাল রোববার দাবা কক্ষে অনুষ্ঠিত হয়। শেষ রাউন্ডের খেলায় ফাহাদ অনিমোর সাথে এবং তাহসিন মিরাজের সাথে ড্র করেন।

৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতি এ ইভেন্টে ঢাকা শহরসহ ৩০টি জেলা হতে ১০০ জন খেলোয়াড় অংশ নেন।
গত জুলাই মাসে ১৪তম দুবাই আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ফাহাদ। এর রেশ ধরেই এবার আরেকটি পদক জয় করলেন।



মন্তব্য চালু নেই