ফিতনা থেকে মুক্তির দোয়া

মানুষ নানা রকম ফিতনা-ফাসাদে জর্জরিত। এ সকল ফিতনায় মানুষের আমলনামা ব্যাপক ক্ষতির সম্মুখীন। এমনকি ফিতনার বেড়াজালে আবদ্ধ হয়ে অনেক মুসলমান ঈমান হারাও হয়ে পড়ছে। আল্লাহ তাআলা শিখানো পদ্ধতিতে ফিতনা থেকে নাজাত চাওয়া মুসলমানের একান্ত দায়িত্ব ও কর্তব্য। দোয়াটি তুলে ধরা হলো-

উচ্চারণ: রাব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাছির। রাব্বানা লা তাঝআলনা ফিতনাতাল লিল্লাজিনা কাফারু ওয়াগফিরলানা রাব্বানা ইন্নাকা আংতাল আযিযুল হাকিম। (সুরা মুমতাহিনা : আয়াত ৩-৫)

অর্থ: ‘হে আমাদের প্রভু! আমরা তোমার উপরই ভরসা করেছি, তোমার দিকেই মুখ করেছি এবং তোমার দিকেই আমাদের ফিরে যেতে হবে। হে আমাদের প্রভু! তুমি আমাদেরকে কাফেরদের জন্য পরীক্ষার পাত্র করো না। হে আমাদের পালনকর্তা! তুমি আমাদের ক্ষমা কর, নিশ্চয়ই তুমি মহা শক্তিধর ও প্রজ্ঞাময়।’

বর্তমান অপসংস্কৃতির ফিতনা ফাসাদের সময়ে মুসলমানের ঈমান-আমল ঠিক রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। আল্লাহ তাআলার সাহায্য ব্যতিত ঈমান-আমল ঠিক রাখার কোনো উপায় নেই। তাই আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সকল প্রকার অপসংস্কৃতির ফিতনা থেকে হিফাজত করুন। আমিন।



মন্তব্য চালু নেই