ফিট থাকার মাধুরী রহস্য
তার নাচের তালে সেই যে দর্শকের দিল ‘ধক ধক’ শুরু আজও তা একইরকম। সময় পেরিয়েছে, কিন্তু মাধুরী ম্যাজিক ফুরায়নি। আর তাই তিনি আজও তরুণ নায়ককে ছাপিয়ে দিতে পারেন ঘাঘরার ব্রেকিং নিউজ। নিজেকে এতটাই ফিট রেখেছেন মাধুরী দীক্ষিত। ওয়ার্ল্ড হেল্থ ডে উপলক্ষ্যে মাধুরী জানালেন তার এই ফিট থাকার রহস্য।
বিশ্ব স্বাস্থ্য দিবসে মাধুরী ম্যাজিকের রহস্য ফাঁস করে বলেছেন, নাচ এবং অভিনয়ই তাকে একইরকম রেখেছে। বলিউডে মাধুরীর নাচের দক্ষতা প্রশ্নাতীত। যখন ‘আইটেম সং’ এর প্রচলন হয়নি, তখনই একের পর এক ছবিতে নেচে তিনি মাত করেছেন হাজারো দর্শক হৃদয়। আর তার অভিনয়ের মাধুরীর প্রমাণ তিনি বারবার দিয়েছেন।
সমসাময়িক নায়িকাদের জমানা যখন প্রায় শেষ- তখনও মাধুরী থাকেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়নে। নিজেকে এতদিন ধরে ফিট ও সুন্দর রাখার রহস্য যে এই অভিনয় আর নাচ সে কথাই স্বাস্থ্য দিবসে ভাগাভাগি করে নিলেন মাধুরী। একই সঙ্গে তিনি জানালেন সকলেই যাতে স্বাস্থ্যসচেতন হয়ে ওঠে, সেদিকে নজর রাখতে হবে।
মন্তব্য চালু নেই