ফিটনেস পরীক্ষায় বিশ্বের সবচেয়ে দূর্বল দল যেটি

যেকোন খেলায় ফিটনেসটাই আসল। হোক সেটা ফুটবল কিংবা ক্রিকেট বা টেনিস। যে খেলায় হোক না কেন খেলোয়াররা যদি আনফিট থাকে তাহলে জয়তো দূরের কথা ভাল খেলতেই পারবে না। তাই যেকোন খেলায় খেলোয়ারদের ফিটনেসের গুরুত্ব সবচেয়ে বেশি। তাই বলা যায় যে দলের খেলোয়াররা সবচেয়ে বেশি ফিট তারা চমৎকার খেলতে পারে। আর খেলোয়ারদের ফিটনেসের তালিকায় বিশ্বে সবচেয়ে পিছিয়ে আছে পাকিস্তান-এমনটাই মন্তব্য করেছেন পিসিবি সভাপতি।

বাংলাদেশে উড়াল দেয়ার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড এর চেয়ারম্যান শাহরিয়ার খান জিওটিভিকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, ‘আমাদের টিমের ১৫ জন খেলোয়ারের মধ্যে মাত্র ৪ জন ফিট রয়েছেন। বাকি ১১ জনই আনফিট। বর্তমানে ফিটনেস পরীক্ষায় পাকিস্তান বিশ্বের সবচেয়ে দুর্বল টিম।’

শাহরিয়ার খান আরো বলেন, ‘এই মূহুর্তে পাকিস্তান দলের ৪০ বছর বয়সী মিসবাহ ও ৩৭ বছর বয়সী ইউনুস ছাড়া সবাই আনফিট রয়েছে।’

পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের বাংলাদেশ সফরের আরেকটি উদ্দেশ্য হলো, তিনি বাংলাদেশের ক্রিকেট কর্মকর্তাদের সঙ্গে দেখা করে পাকিস্তান সফরের বিষয়ে আলোচনা করবেন।’
সূত্র : জিওটিভি



মন্তব্য চালু নেই