ফাল্গুন ও ভালবাসা দিসবকে ঘিরে স্টাইল পার্ক
হাঁটি হাঁটি পা পা করে এসেছে শীত। আর এই গ্রীষ্ম ও শীত নিয়ে মানুষের অনেক আয়োজন খাবার রূপসজ্জায় ও পোশাকে। গ্রীষ্ম থেকে মানুষ শীতে বেশী খেয়াল রাখে। শীতের খাবারে পিঠা, রূপসজ্জায় যেমন হরেক রকম প্রসাধনী, তেমন আবার হরেক রকম পোশাক। এদিকে শীতের পর ফাল্গুনের আবির-উচ্ছ্বাস মেখে ঋতুরাজ বসন্তই তো নিয়ে আসছে কাঙ্খিত ভালোবাসা দিবস দিনটি।
আর এই ভালোবাসার দিনে নিজেকে সাজান উৎসবের রং দিয়ে আর মেতে উঠুন এই ফাল্গুনের ভালোবাসার উচ্ছাসে। এ বিশেষ উৎসবে আপনাকে আরো সাজাতে এ সময়ের জনপ্রিয় ফ্যাশন হাউজ স্টাইল পার্ক নিয়ে এলো আকর্ষণীয় সব ডিজাইনের পোশাক। প্রতিবছর স্টাইল পার্ক শীতের পাশাপাশি ফাল্গুনের জন্যও নিয়ে আসে হরেক রকম পোশাক তার উপর আবার ভালোবাসা দিবস।
তরুণ-তরুণীদের জন্য প্রিয় এই দিনটিতেও তার ব্যতিক্রম হয়নি। নানা নকশার ‘আউটার উইন্টার’ অর্থ্যাৎ অন্য পোশাকের ওপর পরার মতো আরেকটি পোশাক যেমন কোট, জ্যাকেট, ব্লেজার, সোয়েটার, শ্রাাগ বা কটি ইত্যাদি বাজারে নিয়ে আসছে। প্রতিটা পোশাক দেখতে যেমন সুন্দর তেমন আর্কষণীয়। এবার দেশীয় ট্রেন্ডে কাপড়ের নানা বৈচিত্র্য দেখা যাবে, এমনটাই জানালেন ডিজাইনার।
মন্তব্য চালু নেই