ফালু জামিনে মুক্ত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু জামিনে মুক্তি পেয়েছেন। তবে অসুস্থতার কারণে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) চিকিৎসাধীন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার সন্ধ্যার পর ফালু জামিনে ‍মুক্তি পান।

বাড্ডা থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ফালুকে গ্রেফতার করে পুলিশ। ১৮ জুন বৃহস্পতিবার বিচারপতি নুরুজ্জামান নবী ও বিচারপতি আব্দুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।

এ মামলায় জামিনের ফলে কারাগার থেকে মুক্তি পেতে ফালুর আর কোনো বাধা থাকে না।



মন্তব্য চালু নেই