ফারাহ খানের নতুন বন্ধু
ব্রিটেনের জনপ্রিয় সঙ্গীতশিল্পী এড শিরান মুম্বাইয়ে তার একক কনসার্ট শেষ করে বাকি রাতটা বেশ আনন্দের সঙ্গেই কাটান। অমিতাভ বচ্চনের বাসায় বলিউড তারকাদের অনেকের সঙ্গেই দারুণ কিছু মুহূর্ত উপভোগ করেন এই সঙ্গীত তারকা।
জানা যায়, বলিউডের জনপ্রিয় পরিচালক ফারাহ খানই ‘সিং’ গানের এই শিল্পীর সঙ্গে অভিষেক বচ্চনের পরিচয় করিয়ে দেন। ফারাহ খান এড শিরানকে আগে থেকেই চেনেন তার কাজিন জুবিন ইরানির মাধ্যমে। জুবিন ইরানি লন্ডনের একজন নামকরা উকিল যাকে সংগীতশিল্পীদের সঙ্গে সংশ্লিষ্ট কাজ করতে হয়।
আরও জানা যায়, ফারাহ খানের রান্নার শো ‘ফারাহ কি দাওয়াত’ এর সেটও ঘুরে গিয়েছেন এড। তবে এডকে রান্নার এই শোতে কোন পর্বে দেখা যাবে কিনা, সে ব্যাপারে এখনও জানা যায়নি।
বচ্চনদের বাংলোতে আন্তর্জাতিক অঙ্গনের তারকার পদচারণা এটাই প্রথম নয়, অপরাহ উইনফ্রেও বেড়িয়ে গিয়েছিলেন কয়েক বছর আগে।
মন্তব্য চালু নেই