ফারাবি ইসলাম ও শামীম আশিকের ‘তুমি দূরে গেলে বাড়ে মায়া’

সেলিম রেজা, বিনোদন প্রতিনিধি: বৈশাখকে কেন্দ্র করে লেজার ভিশন থেকে প্রকাশ হয়েছিল শামীম আশিকের ‘মন পাখি’ এ্যালবাম। এ্যালবামের সবগুলো গানই ছিল হৃদয় ছোয়া।

‘মন পাখি’ এ্যালবাম থেকে ‘তুমি দূরে গেলে বাড়ে মায়া’ শিরোনামের দ্বৈত গানটির মিউজিক ভিডিও টি লেজার ভিশন এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে। রোমান্টিক স্যাড মোড আঙ্গিকে গানটির কথা লিখেছেন নবীন গীতিকার উজ্জল মল্লিক। গানের কথাগুলো “তুমি দূরে গেলে বাড়ে মায়া/কেন বুঝি না হায়/ তুমি কাছে এলে মুখ ফুটে/বলতে পারি না হায়”। দ্বৈত কন্ঠে চমৎকার এ গানটি গেয়েছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী “ফারাবি ইসলাম ও শামীম আশিক”। সুর ও সঙ্গীতে শামীম আশিক নিজেই।

মিউজিক ভিডিও’র বিষয়ে শামীম আশিক ও উজ্জল মল্লিকের সাথে কথা হলে বলেন, “আশা করি গানটি শ্রোতাদের কাছে অনেক ভালো লাগবে। মূলত শ্রোতাদের কথা ভেবেই গানটি করা হয়েছে। আর মিউজিক ভিডিও’র গল্পটাও বলতে পারেন ভালো লাগার মত করে নির্মাণ করা হয়েছে।

গানটি দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই