ফারহা খানের কোরিওগ্রাফিতে আপ্লুত জ্যাকি চ্যান!
ফারহা খানে মজলেন চীনা কিংবদন্তি অভিনেতা জ্যাকি চ্যান। উহু, ভুল বুঝবেন না! ফারহা খানের কোরিওগ্রাফিতে আপ্লুত হলেন এই অভিনেতা। ভারত-চীনের যৌথ প্রযোজনার ‘কুং ফু যোগা’ ছবির শুটিং চলছে রাজস্থানের যোধপুরে। আর সেখানেই ম্যায় হু না-র পরিচালক ফারহার কোরিওগ্রাফিতে কোমর দোলাচ্ছেন জ্যাকি। ফারহার ডান্সিং স্কিল নাকি দুর্দান্ত লেগেছে জ্যাকির। শোনা যাচ্ছে তাঁদের দু’জনের মধ্যে বেশ বন্ধুত্ব হয়ে গেছে। জ্যাকির সঙ্গে সোনু সুদকেও ওই গানে নাচতে দেখা যাবে।
মন্তব্য চালু নেই