ফারহানের ‘ওয়াজির’ দেখতে মুখিয়ে আছেন শ্রদ্ধা

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সম্প্রতি ফারহান আখতারের সাথে ‘রক অন ২’ ছবিতে অভিনয় করছেন। ওদিকে বিধু বিনোদ চোপড়ার ‘ওয়াজির’ ছবিতে ফারহান কাজ করেছেন শাহেনশাহ অমিতাভ বচ্চনের সাথে। এই নিয়ে শ্রদ্ধা জানালেন তিনি নাকি অধীর আগ্রহ নিয়ে ছবিটি দেখার আশায় আছেন।

‘ওয়াজির’ ছবির ট্রেলার মুক্তির পর থেকেই অমিতাভ ও ফারহানের এই ছবিকে ঘিরে অনেক জল্পনা তৈরী হয়েছে দর্শকদের মনে। আর ফারহানের বিরাট ভক্ত বলে দাবি করা শ্রদ্ধা সিনেমার ট্রেলার দেখে ছবিটি দেখার জন্য মুখিয়ে আছেন বলে জানিয়েছেন।

এই ব্যপারে শ্রদ্ধা বলেন, ‘আমি এবং ফারহান শিলংয়ে ‘রক অন ২’য়ের সেটে ‘ওয়াজির’ নিয়ে কথা বলেছি, ছবিটির ট্রেলারও খুবই আকর্ষণ করেছে আমাকে। প্রথম সিনেমা থেকেই আমি ফারহানের ভক্ত। তিনি সিনেমায় সবসময় ভিন্ন কিছু করেন। এই কারণে ছবিটি দেখতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছি’।

উল্লেখ্য, ‘ওয়াজির’ ছবির মাধ্যমে ফারহান আখতার প্রথমবারের মতো অ্যাকশনধর্মী সিনেমায় কাজ করছেন।



মন্তব্য চালু নেই