ফাইলে হাত না দিয়ে পান চিবুচ্ছেন অফিসার, প্রতিবাদে নাগিন ড্যান্স!

টেবিলের উপর জমে আছে ফাইলের স্তূপ। সামনে লম্বা লাইন। হাতে সবার নানা বিষয়ে সুরাহার জন্য আবেদন পত্র। টেবিলের অপর প্রান্তে বসে বসে পান চিবুচ্ছেন দপ্তরের অফিসার, তিনি আবেদনকারীর কোনো কথাই যেন কানে শুনতে পাচ্ছেন না। ফলে কোনো কাজের অগ্রগতি নেই। ওদিকে ঘণ্টার পর ঘণ্টা দরখাস্ত হাতে মানুষগুলো লাইনেই দাঁড়িয়ে আছেন।

একবার ভাবুন তো, এমন পরিস্থিতি হলে আপনি কী করবেন? এমন পরিস্থিতিতে নিজেকে সামলানো সত্যি অনেক কঠিন। যে কারণে নিজেদের আর সামলাতে পারলেন না ভুক্তভোগীরা। তারা সেই অফিসের কর্তাবাবুদের লজ্জা দিতে অফিসে ঢুকে তাদেরই নাকের ডগায় দাঁড়িয়ে ‘নাগিন ড্যান্স’ করেছেন। ঘটনাটি অবাক করা হলেও সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে এক সরকারি দপ্তরে এমন ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক খবরে জানা যায়, মহারাষ্ট্রের বুলধানার পূর্ত দপ্তরের অফিস। দীর্ঘদিন ধরেই বাসিন্দাদের অভিযোগ, এই অফিসে কোনো কাজ ঠিকমতো হয় না। সময়ের পর সময় পেরিয়ে গেলেও কাজ পড়ে থাকে। এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি। ফলে এক সময় বিরক্ত হয়ে সরকারি দপ্তরের এই উদাসীনতার জবাব দিতে ‘নাগিন ড্যান্স’ করে স্থানীয়রা।



মন্তব্য চালু নেই