ফাইনালে সানিয়া-হিঙ্গিস জুটি

উইম্বলডন টেনিসের নারী ডাবলসের ফাইনালে উঠেছেন ভারতীয় তারকা সানিয়া মির্জা ও সুইজারল্যান্ডের মার্টিনা হিঙ্গিস জুটি। শুক্রবার এই ইন্দো-সুইস জুটি যুক্তরাষ্ট্রের পঞ্চম বাছাই রাকুয়েল কপস-জোনস ও আবিগেইল স্পিয়ার্স জুটিকে ৬-১, ৬-২ সরাসরি সেটে হারিয়ে ফাইনালে পা রাখেন। আমেরিকান জুটিকে হারাতে মাত্র ৫৬ ‍মিনিট সময় নেন সানিয়া-হিঙ্গিস।

মার্টিনা হিঙ্গিস এর আগে তিনবার শিরোপা জয় করেন। ১৯৯৬ ও ১৯৯৮ সালে ডাবলস এবং ১৯৯৭ সালে নারী এককের শিরোপা জয় করেন।

অন্যদিকে সানিয়া মির্জার তিনটি মিশ্র ডাবলসের শিরোপা থাকলেও নারী ডাবলসে এখনো পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেননি তিনি। এর আগে শুধুমাত্র ২০১১ সালে ফরাসি ওপেনের ডাবলসের ফাইনালে উঠেন ভারতীয় এই টেনিস সুন্দরী।

নারী ডাবলসের ফাইনালে রাশিয়ান জুটি একাতেরিনা মাকারোভা-এলিনা ভেসনিনা জুটির মুখোমুখি হবেন নারী ডাবলসের এক নম্বর জুটি সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস।



মন্তব্য চালু নেই