মিয়ামি ওপেন
ফাইনালে সানিয়া-হিঙ্গিস
মিয়ামি ওপেনে দুরুন্ত গতিতে এগুচ্ছে সানিয়া-হিঙ্গিস জুটি। শিরোপা থেকে এক ধাপ দূরে রয়েছেন তারা। শনিবার তিমেয়া বাবস ও ক্রিশ্টিনা জুটিকে সরাসরি সেটে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালে উঠে এসেছেন সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস।
শীর্ষ বাছাই সানিয়া-হিঙ্গিস কোন রকমের পাত্তাই দেননি সপ্তম বাছাই তিমেয়া-ক্রিস্টিনা জুটিকে। সেমির ম্যাচ ৬-২, ৬-৪ সেটে জিতে নেন তারা। ফাইনালে সানিয়া-হিঙ্গিস শিরোপার জন্য লড়বে দ্বিতীয় বাছাই মাকারোভা-ভেসনিনা জুটির সঙ্গে। এই জুটিকে হারিয়েই সপ্তাহ দুয়েক আগে বিএনপি পারিবাস ওপেনের শিরোপা জিতেছিল সানিয়া-হিঙ্গিস জুটি।
ফাইনালের প্রতিপক্ষ সম্পর্কে ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জা বলেন, ‘কিছুদিন আগেই ওদের বিরুদ্ধে জয় পেয়েছিলাম। তবে এবার আরও সতর্ক আমরা। কারণ ওরা বদলা নিতে চাইবে’। অন্যদিকে সানিয়ার পার্টনার সুইস টেনিস তারকা মার্টিনা হিঙ্গিস অবশ্য শিরোপায় চোখ রাখছেন। তার মতে, ‘প্রতিপক্ষ যেই হোক না কেন, আমাদের লক্ষ্য শিরোপা’।
মন্তব্য চালু নেই