ফাইনালে মুখোমুখি বায়ার্ন-রিয়াল
অডি কাপে অংশ নিয়েছে বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, টটেনহ্যাম হটস্পার ও এসি মিলান। জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ এরিনায় অনুষ্ঠিত হচ্ছে সবগুলো ম্যাচ। ইতিমধ্যে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে হারায় টটেনহ্যামকে। আর দ্বিতীয় ম্যাচে বায়ার্ন মিউনিখ ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে এসি মিলানকে।
এ জয়ের ফলে অডি কাপের ফাইনালে উঠেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল ও জার্মান জায়ান্ট বায়ার্ন। ৫ আগস্ট রাতে ফাইনালে মুখোমুখি হবে দল দুটি। তার আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব এসি মিলানের মুখোমুখি হবে ইংলিশ ক্লাব টটেনহ্যাম।
মঙ্গলবার রাতে আলিয়াঞ্জ এরিনায় মিলানকে রীতিমতো উড়িয়ে দেয় বায়ার্ন। ম্যাচের ২৩ মিনিটে জুয়ান বার্নাটের জোরালো শট রুখতে যান মিলানের রক্ষণভাগের একজন খেলোয়াড়। কিন্তু বলটি তার পায়ে লেগে কোনাকুনিভাবে জালে আশ্রয় নেয়। এরপর বেশ কিছু ভালো আক্রমণ শানিয়েও প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি বাভারিয়ানরা।
দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে মারিও গোটসের অসাধারণ গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় পেপ গার্দিওলার শিষ্যরা। রবার্ত লেভানডোস্কি বল পেয়ে ব্যাক হিলে মারিও গোটসেকে দেন। গোটসের নেওয়া বাম পায়ের জোরালো শট মিলানের গোলরক্ষক দিয়েগো লোপেজের হাতে লেগেও জালে আশ্রয় নেয়।
৮৪ মিনিটে ইতালিয়ান ক্লাবটির পরাজয়ের ষোলোকলা পূর্ণ করেন লেভানডোস্কি। ডি বক্সেও মধ্যে উড়ে আসা বলে ডান পায়ের জোরালো শটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়ান লেভানডোস্কি। ফলে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় গার্দিওলার শিষ্যদের।
মন্তব্য চালু নেই