ফাইনালে দারুণ একটি ম্যাচ হবে: নাসির হোসেন

বিপিএলের ফাইনাল নিয়ে মুখ খুলেছেন নাসির হোসেন। আজকের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ঢাকা ডায়নামাইটস আর রাজশাহী কিংস।

গ্রুপ পর্বে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে ফাইনালে পৌঁছায় ঢাকা। পুরো টুর্নামেন্ট জুড়ে দাপটের সাথে খেলেছে সাকিবের নেতৃত্বাধীন দলটি। তবুও নিজেদের পরিস্কার ফেভারিট মানছেন না নাসির হোসেন।

মিস্টার ফিনিশার খ্যাত নাসির ফাইনালের এমনটাই বলেন, ‘আসলে কাগজে-কলমে সেরা হলেই তো হবে না। মাঠে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। রাজশাহী খারাপ দল নয়। ওদের ছোট মনে করার কোনো সুযোগ নেই। ওরা ফাইনালে খেলছে, ওরা তো নিজেদের সেরাটা প্রমাণ করেছে। ফাইনালে যারা কম মিসটেক করবে তারাই জিতবে।’

তিনি আরো বলেন, ‘ফাইনাল সবসময়ই বিগ ম্যাচ। চাপ আমাদের যেমন থাকবে, তেমনটা ওদেরও থাকবে। এছাড়া দুই ম্যাচে হেরেছি বলে ওদের বিপক্ষে আমরা চাপে আছি এমনটা না। আমাদের এখন প্রধান কাজ মাঠে ঠিক মতো ব্যাটে-বলে পারফর্ম করা।’

নাসির হোসেন এবারের আসরে ৯ ইনিংসে ১৯০ রান করেছেন। ফাইনালেও দলের হয়ে অবদান রাখতে চান তিনি, ‘আমি ব্যাট হাতে এবার যা করেছি, এর চেয়ে অনেক বেশি ভালো করার সুযোগ ছিল। আমি তা করতে পারিনি।’

সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভোদেরা ব্যাটে-বলে একাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। তবে রাজশাহী কিংসও খুব পিছিয়ে থাকবে না বলে মনে করেন নাসির। তিনি আশা করেন, ফাইনালে দারুণ একটি ম্যাচ হবে।

প্রতিপক্ষ দলে ড্যারেন স্যামির মতো একজন আছেন, যিনি নিজের দিনে যে কোনো দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারেন। ঢাকা দলে আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো আছেন, একই সামর্থ্য আছে তাদেরও। তবে নাসিরের বিশ্বাস, শিরোপা জিততে হলে অবদান রাখতে হবে সবাইকে।



মন্তব্য চালু নেই