বিসিএল

ফাইনালে ইসলামী বাংক

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে উঠেছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়াল্টন সেন্ট্রাল জোনকে ৯৮ রানে হারিয়েছে ইসলামী ব্যাংক। তিন ম্যাচে মোট পাঁচ পয়েন্ট নিয়ে (দুই জয়, এক ড্র) ফাইনালের টিকিট পেলে ইস্ট জোন। আগামী ১২ এপ্রিল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

আগের দুই ম্যাচে হারা ওয়াল্টন সেন্ট্রাল জোন টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২১৮ রান সংগ্রহ করে ইসলামী ব্যাংক। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন আবুল হাসান। এছাড়া লিটন কুমার ২২, ইরফান শুকুর ২২, আরাফাত সানি অপরাজিত ২৭, আসিফ আহমেদ ১৭ রান করেন।

ওয়াল্টনের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। শুভাগত হোম ও ইলিয়াস সানি ২টি, মোশাররফ হোসেন নেন একটি উইকেট।

২১৯ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৭.৩ ওভারে মাত্র ১২০ রানেই গুটিয়ে যায় ওয়াল্টনের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন ধীমান ঘোষ। এছাড়া অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ১১, শুভাগত হোম ১৫, মোশাররফ হোসেন ১৬, মেহরাব হোসেন জুনিয়র ১৩ রান করেন। বাকি সবার রান ছিল ১০এর নিচে।

ইসলামী ব্যাংকের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন আরাফাত সানি। ৩ উইকেট নেন আবুল হাসান। নাবিল সামাদ, আসিফ আহমেদ ও অলক কাপালি নেন একটি করে উইকেট।

ব্যাট হাতে ইনিংস সর্বোচ্চ ৫১ রান ও বল হাতে তিন উইকটে নেয়া আবুল হাসান জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার।



মন্তব্য চালু নেই