ফাঁস হয়ে গেলো টাইগার শ্রফের গার্লফ্রেন্ডের পরিচয় !

প্রেমের খবর কখনো ধামাচাপা থাকে না। কোনো না কোনোভাবে তা প্রকাশ পাবেই! বলিউডের উঠতি অভিনেতা টাইগার শ্রফ চাইছিলেন কাউকে না জানিয়ে চুপেচাপে প্রেম করবেন! কিন্তু তা আর হলো না। ভারতীয় গণমাধ্যম্যে ফাঁস হয়ে গেছে টাইগার শ্রফের গার্লফ্রেন্ডের পরিচয়!

টাইগার শ্রফের গার্লফ্রেন্ড আর কেউ নন, তিনি ২০১৩ সালের মিস ইন্ডিয়ার প্রথম রানার আপ দিশা পাটনি। ‘জিন্দেগি আ রাহা হু ম্যাঁয়’-তে একসঙ্গে একসঙ্গে দেখাও গেছে এই জুটিকে। দিশা সম্প্রতি করন যোহরের ‘নো সেক্স প্লিজ’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছেন, এমনকি একতা কাপুরের ‘ভ্যানিটি ফেয়ার’-এও আছেন এই সুন্দরী।

জানা গেছে, একাধিকবার বান্দ্রায় দেখা গেছে টাইগার শ্রফ ও দিশাকে। একসঙ্গে তারা নাকি জিমেও যান। সম্প্রতি ভারতীয় মিডিয়ার সামনে আসে সেই খবর। একটি সংবাদমাধ্যম প্রথম টাইগার শ্রফের গার্লফ্রেন্ডের নাম প্রকাশ করে।



মন্তব্য চালু নেই