ফাঁসির আগেই ‘শহীদ’ কামারুজ্জামান!
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডের মুখে থাকা জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানকে এখনই শহীদ ঘোষণা করে ফেসবুকে পেজ খোলা হয়েছে। আর তা একটা নয় একাধিক। যদিও তাঁর দন্ড এখনো কার্যকর হয়নি।
এইসব পেজে লাইক এবং কমেন্টের ছাড়াছড়ি। এইসব পেজ নিয়ে ফেসবুকে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। আবার কেউ কাউন্টার পেজ খুলেও পাল্টা জবাব দিচ্ছেন। পাওয়া যাচ্ছে সিরিয়াস এবং রসাত্মক মন্তব্য। তবে এসব ফেসবুক পেজ কারা খুলেছেন তা জানা যায়নি।
প্রসঙ্গত কামারুজ্জামানের ফাঁসির দন্ড কার্যকরে নির্বাহী আদেশ জারি হয়েছে। কারাগারে তাঁর সঙ্গে শেষবারের মতো দেখা করেছেন স্বজনেরা।
মন্তব্য চালু নেই