‘ফাঁসিতে বিলম্ব অপরাধীকে বাঁচিয়ে রাখারই উপায়’
যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড এখনো কার্যকর না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেন গুপ্ত।
এ ঘটনাকে ‘অপরাধীকে বাঁচিয়ে রাখার একটি উপায়’ হিসেবেও দেখছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত।
মৃত্যুদণ্ডের রায় পুনর্বিচারে কামারুজ্জামানের করা আবেদন আপিল বিভাগে খারিজ হওয়ার পাঁচ দিনের মাথায় শুক্রবার তার দণ্ড কার্যকরের প্রস্তুতি নেওয়া হলেও পরে তা হয়নি।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধী কামারুজ্জামানের দণ্ড কবে/কখন কার্যকর করা হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি সরকার ও কারা কর্তৃপক্ষ।
এ নিয়ে অসন্তোষ জানিয়ে শনিবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, “আমি মনে করি, এটা অপরাধীকে বাঁচিয়ে রাখারই একটি উপায় আর কি।”
দ্রুত দণ্ড কার্যকরের দাবি জানিয়ে তিনি বলেন, “অবিলম্বে রায় কার্যকর করে পাপমোচন করা হোক।”
মন্তব্য চালু নেই