ফরিদপুর শহর থেকে এক যুবকের লাশ উদ্ধার
ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজের সামনে থেকে সাজ্জাদ হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। আজ শুক্রবার সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
কোতয়ালী থানা সূত্রে জানাগেছে, গতকাল রাতের যে কোন সময় সন্ত্রাসীরা সাজ্জাদকে হত্যা করে লাশটি ফেলে রাখে।
লাশের গায়ে একাধিক আঘাতের চিন্থ রয়েছে। নিহত সাজ্জাদ শহরের লক্ষীপুর এলাকার চাঁন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় একাধিক মামলা রয়েছে। কি কারনে সাজ্জাদকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
কোতয়ালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, সাজ্জাদ একজন সন্ত্রাসী গোছের লোক ছিলেন। নিহত সাজ্জাদের বিরুদ্ধে থানায় ২টি মামলা রয়েছে বলে তিনি জানান।
মন্তব্য চালু নেই