ফরিদপুর মুসলিম মিশনে বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালিত

ফরিদপুর মুসলিম মিশনে বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল, রক্তদান ও বঙ্গন্ধুর অসমাপ্ত জীবনী গল্পের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার(১৫ই আগষ্ট) সকাল সাড়ে ১০টায় মুসলিম মিশনের ভিতর বৃক্ষরোপন কর্মসূচীর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

ফরিদপুর মুসলিম মিশনের অধ্যক্ষ আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভনিং বডির সভাপতি এ্যাডভোকেট গোলাম রব্বানী বাবু মৃধা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ অসিত কুমার দাস, মিশনের গভনিং বডির সদস্য প্রফেসর আব্দুস সাত্তার, সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ, মফিজ ইমাম মিলন, আসমা আক্তার মুক্তাসহ প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গন্ধুর অসমাপ্ত জীবনী গল্পের উপর কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরুস্কার তুলেদেন অতিথিরা। পরে রক্তদান কর্মসূচীতে অংশগ্রহন করেন কলেজের অধ্যক্ষসহ কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা।



মন্তব্য চালু নেই