ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিলের ২ দিন ব্যাপী ফাতেহা শরীফ শেষ হলো আখেরি মোনাজাত দিয়ে

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের প্রয়াত পীর আলহাজ্ব মোঃ হাসমত আলীর ওফাত দিবস উপলক্ষে জাকের মঞ্জিলে আয়োজিত ২ দিন ব্যাপী ফাতেহা শরীফ গতকাল শুক্রবার শেষ হয়েছে। বিশ্ব মুসলিমের সুখ শান্তি ও সম্মৃদ্ধি কমানায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ২ দিনের ধর্মীয় অনুষ্ঠান। ফাতেহা শরীফ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য ভক্ত ও জাকেরানেরা সমবেত হয় আটরশিতে। নারী পুরষ শিশু সহ সব শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন এই ধর্মীয় অনুষ্ঠানে। ফাতেহা শরীফ উপলক্ষে বুধবার থেকে মানুষের ঢল নামে জাকের মঞ্জিল ও তার আশেপাশের গোটা এলাকায়। গত দুই দিন এবাদত বন্দেগী, ওয়াজ নছিহত, মিলাদ মাহফিল ও ওয়াক্তিয়া নামাজে শরীক হন আটরশির মুরিদানেরা। শুক্রবার ফজর নামাজের পর প্রয়াত পীরের রওজা শরীফ জিয়ারত শেষে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ২ দিন ব্যাপী ফাতেহা শরীফের কার্যক্রম শেষ হয়। আখেরী মোনাজাত পরিচালনা করেন, প্রয়াত পীরের ছোট ছেলে বাংলাদেশ জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল। এদিকে ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে ফাতেহা শরীফ উপলেক্ষে দেশের লাখো মানুষের মহা মিলন মেলায় পরিনত হয়েছিল জাকের মঞ্জিল। অগনিত ভক্তের পদচারনায় মুখোরিত হয়েছিল বিশ্ব জাকের মঞ্জিল। আখেরী মোনাজাতের আগে মানুষ স্রোতের গতিতে আসতে থাকে জাকের মঞ্জিলে। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিমু ধ্বনিতে ধ্বনিত হতে থাকে আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের আকাশ বাতাস। আখেরী মোনাজাতের সময় অনেককেই অঝোর ধারায় কাঁদতে দেখা যায়। সমস্ত পাপ মোচনের মাধ্যমে পুন্য লাভের আশায় ভক্ত জাকেরান মুরিদানেরা এক কাতারে মিলিত হয়ে প্রয়াত পীর আলহাজ্ব মোঃ হাসমত আলীর রওজা শরীফ জিয়ারত করেন । এসময় এক বেদনা বিধুর পরিবেশের সৃষ্টি হয় পুরো জাকের মঞ্জিলে। বাংলাদেশ জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল এর প্রেস দায়িত্বে থাকা শামীম হায়দার জানান, শুধুমাত্র দেশের বিভিন্ন অঞ্চল থেকেই নয় বরং বিদেশ থেকেও অনেকেই এসেছেন দিবসটিকে সামনে রখে। আটরশির বিশ্ব উরস শরীফের পরে এই অনুষ্ঠানেই জাকেরানদের সর্ববৃহত জমায়েত ঘটে জাকের মঞ্জিলে। গতবারের তুলনায় এবারে মানুষের উপস্থিতি ছিল অনেক বেশি বলে দাবী করে শামীম হায়দার আরো বলেন, বৃস্টি বাদল, ঝড় ও প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে যে পরিমান মানুষ এবার সমবেত হয়েছে এখানে তা কল্পনার অতীত।



মন্তব্য চালু নেই