ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনে আজো কার্যক্রম শুরু হয়নি

প্রায় ৩ বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও আজ পর্যন্ত চালু হয়নি পাবনার ফরিদপুর উপজেলা ফায়ার সার্ভিসের কার্যক্রম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত প্রায় ২ বছর পূর্বে পাবনায় এক অনুষ্ঠানে অন্যান্য প্রকল্পের কাজের সাথে এ ফায়ার সার্ভিস স্টেশনটিও উদ্বোধন করেন।

একই সাথে শুরু হয়ে চাটমোহর উপজেলা ফায়ার সার্ভিসের কার্যক্রম চলছে। ১ বছর পূর্বে এ ফায়ার সার্ভিসের জন্য জনবল নিয়োগ দেওয়া হয়েছে। অজ্ঞাত কারণে ফায়ার সার্ভিসের সেবা দান থেকে বঞ্ছিত হচ্ছে উপজেলার ২ লক্ষাধিক মানুষ । ফলে নবনির্মিত এ ভবনটিতে ফায়ার সার্ভিসের গাড়ির পরিবর্তে শোভা পাচ্ছে নিষিদ্ধ ঘোষিত করিমন গাড়ি এবং ফায়ারম্যানের পরিবর্তে গরু ছাগল। উ

পজেলায় কোথাও অগ্নিকাণ্ড ঘটলে পার্শ্ববর্তি চাটমোহর অথবা বেড়া উপজেলা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিভানোর কাজ করে। তবে গাড়ি আসার আগেই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়ে যায়। ফায়ার সার্ভিসের গাড়ি এসে তেমন কোনো উপকার করতে পারে না। গত দু’মাসে পারফরিদপুর, হাদল, ধানুয়াঘাটা, মৃধাপাড়া এবং বেড়হাউলিয়া গ্রামে আগুন লেগে সবমিলে প্রায় ২ কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।



মন্তব্য চালু নেই