ফরিদপুর ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

আজ শনিবার সন্ধ্যায় শহরের গোয়ালচামট এলাকার শ্রীঅঙ্গনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক বন্ধুসেবক ব্রহ্মচারীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা.দিলীপ রায়, সত্যচৈতন্য ব্রহ্মচারী, স্বামী শিবপ্রিয়ানন্দ, সুবল চন্দ্র সাহা, অনিমেষ রায়, সুকেশ সাহা প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন,ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যবাহী জেলা। এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সব সম্প্রদায়ের মানুষ এই জেলায় মিলেমিশে বাস করেন। তিনি বলেন,ফরিদপুরে কেউ সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে তা সকলে মিলে প্রতিহত করা হবে।

সভা শেষে শ্রীঅঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার শ্রীঅঙ্গনে গিয়ে শেষ হয়।



মন্তব্য চালু নেই