ফরিদপুরে ৪দিন ব্যাপী ১৪হাত কালী পূজা চলছে

গত শনিবার ১০ইমার্চ থেকে ফরিদপুরের সদর উপজেলার খলিলপুর বুড়ি ঠাকুরানীর বটতলায় শ্রীশ্রী রক্ষা কালী মায়ের মন্দির প্রাঙ্গনে ৪দিন ব্যাপী রক্ষাকালী মায়ের পূজা শুরু হয়েছে। নিখিল বিশ্ব পরিত্রানে জগৎ সংসার ও মানবকুলের শান্তিকামনায় ৪দিন ব্যাপী শ্রীশ্রী রক্ষা কালী মায়ের পূজা ছাড়াও লীলাকীর্তন গান, কবি গান ও বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে চলবে মঙ্গলবার পর্যন্ত।

উক্ত ৪দিন ব্যাপী শ্রীশ্রী রক্ষা কালী মায়ের অনুষ্ঠানে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে অগনিত ভক্তবৃন্দ পূজা ও গান শুনতে আসছে এবং মহাপ্রসাধ গ্রহন করছে বলে জানালেন অনুষ্ঠান কমিটির সভাপতি পরিতোষ কুমার দাস।

উল্লেখ্য গত ১৬ বছর যাবত ফরিদপুরের সদর উপজেলার খলিলপুর বুড়ি ঠাকুরানীর বটতলায় শ্রীশ্রী রক্ষা কালী মায়ের মন্দির প্রাঙ্গনে ৪দিন ব্যাপী ১৪হাত রক্ষাকালী মায়ের পূজা অনুষ্ঠিত হয়ে আসছে।



মন্তব্য চালু নেই