ফরিদপুরে ২টি আগ্নেয়াস্ত্র সহ জেলা বিএনপি নেতা আটক

ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনকে ২টি আগ্নেয়াস্ত্র সহ আটক করেছে ফরিদপুর ডিবি পুলিশ। গত মঙ্গলবার রাত আনুমানিক ১ টার দিকে বেলায়েত হোসেন এর ২নং গোয়ালচামট সড়কের বাসা থেকে তাকে আটক করা হয়।

ফরিদপুর ডিবির ওসি সুনিল কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে একদল পুলিশ বেলায়েত হোসেন এর বাড়িতে অভিযান চালায়। এসময় বেলায়েত এর শোবার ঘরে থাকা ২টি দেশী আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। বেলায়েত দীর্ঘদিন যাবত শহরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিলো বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে বলে পুলিশ জানিয়েছে।



মন্তব্য চালু নেই