ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় এক প্রকৌশলী নিহত

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের গঙ্গাবর্দী নামক স্থানে আজ শনিবার সকালে ট্রাক চাপায় নিহত হয়েছে ফরিদপুর শহরের কমলাপুর তেতুলতলার বাসিন্দা ইঞ্জিনিয়ার মোঃ কুদ্দুসুর রহমান।

সে সকাল ৮ টার দিকে মটর সাইকেল যোগে শহরের কমলাপুর তেতুলতলার বাসা থেকে তার কর্মস্থল বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলা যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল সাড়ে ৮ টার দিকে গঙ্গবদী নামক স্থানে পৌছাইলে, কুদ্দুসুর রহমানের মোটরসাইকেলটিকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। সে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার নির্বাহী প্রকৌশলী হিসাবে কমর্রত ছিলেন। এদিকে শনিবার ফরিদপুরের মর্গে কুদ্দুসুর রহামানের লাশের ময়না তদন্ত শেষে তার গ্রামের বাড়ী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নড়িয়া জামালপুরের সোনাকান্দু গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আছর তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কর হয়েছে। প্রকৌশলী কুদ্দুসুর রহমানের স্ত্রী ও ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।



মন্তব্য চালু নেই