ফরিদপুরে সাংবাদিকদের নিয়ে ব্র্যাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
“যৌন হয়রানি নির্মূলকরনে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোল” এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকদের নিয়ে অবহিতকরন ও এক মতবিনিময় সভার আয়োজন করে ব্র্যাকের মেয়েদের জন্য নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচি জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগ । গতকাল মঙ্গলবার ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত যৌন হয়রানি ও জেন্ডার বিষয়ে সাংবাদিকদের সংবেদনশীলতা বৃদ্ধি করা ছাড়াও যৌন হয়রানি নির্মূলকরনে সাংবাদিকদের কার্যকর ভূমিকা সম্পর্কে অবহিতকরন ও মতবিনিময় করা হয়।
দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদ রিপনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র সে.স্পে মীর সামচুল আলম, সিনিয়র সে.স্পে মিতু রানী দেবনাথ, দৈনিক প্রথম আলোর পান্না বালা, ডেইলি ইন্ডডিপেনন্ডের আব্দুল মতিন, দৈনিক গনসংহতির সম্পাদক আশিষ পোদ্দার বিমান, দৈনিক বাঙ্গালী খবরের সম্পাদক মোঃ সেলিম মোল্লা, দৈনিক সংবাদের কে এম রুবেল, সংবাদ প্রতিদিনের সঞ্জিব দাস, দৈনিক জনকন্ঠের অভিজিত রায়, এটিএন বাংলার মোঃ কামরুজ্জামান সোহেল, দৈনিক নাগরিক দাবির নির্বাহী সম্পাদক মোঃ হায়দারসহ প্রমুখ।
মন্তব্য চালু নেই