ফরিদপুরে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত

আসছে আগামী ১৪ই নভেম্বর জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন দেশ ব্যাপি অনুষ্ঠিত হবে। এ দিন ফরিদপুরে মোট ২১০০ টি নিয়মিত টিকাদান কেন্দ্রে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২-৫৯ বয়সী শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

আর এই ক্যাপসুল শিশুদের খাওয়ানো হলে তারা ৬টি রোগ থেকে মুক্তি পাবে।

এ ব্যাপারে আজ বুধবার সকাল ১১টায় ফরিদপুর সিভিল সার্জন অফিসে সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. অসিত রঞ্জন দাস, ডেপুটি সিভিল সার্জন ডা. ফজিলাতুন্নেসা, মেডিকেল অফিসার ডা. রেজওয়ান আহমেদ।

এসময় ফরিদপুরের ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই