ফরিদপুরে শোক দিবস উপলক্ষে এলজিইডি’র চিত্রাংকন প্রতিযোগিতা

ফরিদপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার বিকেলে শহরের বদরপুর এলজিইডি’র মিলনায়তনে শিশু-কিশোরদের অংশ গ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. নুর হোসেন ভূঁঞা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী (আগ্রা:) ফরিদপুর অঞ্চল ভরত চন্দ্র মন্ডল, সহকারী প্রকৌশলী শাহ্ মো. আজিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. এস. এম. স্বাদিউর রহমান, সোসিও ইকোনমিষ্ট মুস্তাক আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী মুঞ্জুরী আক্তার, উপ-সহকারী প্রকৌশলী শাকিলা জেসমিন, উপ-সহকারী প্রকৌশলী শিউলী সাহা, ট্রেনিং অফিসার আফরোজা খানম।
প্রতিযোগিতায় ফরিদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ও এলজিইডিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে ও মেয়েরা অংশ গ্রহণ করেন।



মন্তব্য চালু নেই