ফরিদপুরে শান্তিপূর্ন ভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

টানা অবরোধে কঠোর নিরাপত্তার মধ্যে ফরিদপুরে এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয়েছে খুব ভালোভাবেই। শুক্রবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেছে। রাত থেকেই আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করা হয় শহরে।
ফরিদপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার ফরিদপুর জেলায় এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৬ হাজার ৯৯৬ জন শিক্ষার্থী। মোট ২৪টি কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সরদার সরাফত আলী জানান, এসএসসি ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সব কেন্দ্রে এবং রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সর্বচ্চো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


















মন্তব্য চালু নেই