মধুখালী উপজেলা ছাত্রলীগের কর্মী সভা
ফরিদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
সারাদেশের মতো ফরিদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে। এ উপলক্ষে আজ রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ারুল হকের সভাপতিত্বে সভার শুরুতে শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক সরদার সরাফত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক, সদর উপজেলা চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক খন্দকার মোহতেশাম হোসেন বাবরসহ প্রমুখ। আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
মধুখালী উপজেলা ছাত্রলীগের কর্মী সভা:
ফরিদপুর জেলা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে মধুখালী উপজেলা ছাত্রলীগের কর্মীসভা মধুখালী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। আজ রবিবার বিকালে মধুখালী উপজেলা ছাত্রলীগের উদ্দ্যগে মধুখালী ঈদগাহ মাঠে এ কর্মি সভার আয়োজন করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক সত্যজিৎ মূখার্জী, সহ- সভাপতি তাওফিক হোসেন পুচ্চি, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বাবু, সহ- সভাপতি সানোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আলিমুজ্জামান খোকন, বাচ্চু মিয়া, ছাত্র নেতা আসিবুর রহমান, বাপ্পী প্রমুখ। বক্তারা অতিসত্বর প্রত্যেকটি ইউনিট ছাত্রলীগের সম্মেলনের মাধ্যমে শক্তিশালী কমিটি করার অঙ্গিকার ব্যক্ত করেন।
মন্তব্য চালু নেই