ফরিদপুরে লম্পট শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন
ফরিদপুরের ভাংগা উপজেলার কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর মাতুব্বরের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা।
মঙ্গলবার সকাল ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষক ও ছাত্রীরা লম্পট প্রধান শিক্ষক আলমগীর মাতুব্বরের বিচার দাবী ও স্কুলের প্রধান শিক্ষকের পদ থেকে তাকে বরখাস্তের দাবী জানান। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ফকির মুনসুর আহমেদ, আরেকজন সাবেক চেয়ারম্যান ও কমিউনিষ্ট পার্টির ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান কালু, স্কুলের শিক্ষার্থী ফাতেমা আক্তার, মিথিলা খানম, মুস্তফা আহমেদ তুষারসহ প্রমুখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে গিয়ে স্মারকলিপি প্রদান করে। উল্লেখ্য, গত ২রা মে কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর মাতুব্বর স্কুল কোয়ার্টারে থাকা ইংরেজি শিক্ষক দেব কুমার দাসের স্ত্রী’র গোসল করার নগ্ন দৃশ্য মোবাইল ফোনে ধারন করে। বিষয়টি টের পেয়ে শিক্ষকের স্ত্রী ঘটনাটি তার স্বামীকে জানালে এলাকায় ও স্কুলে তোলপাড় শুরু হয়।
এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হলে স্কুল বন্ধ রেখে হাজারো মানুষ বিক্ষোভ মিছিল করে প্রধান শিক্ষকের অপসারন ও শাস্তির দাবী করে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনার পর পরই স্কুলের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনায় ভাংগা থানায় একটি মামলা হলে পুলিশ প্রধান শিক্ষক আলমগীর মাতুব্বরকে আটক করে। বর্তমানে সে জেল হাজতে রয়েছে।
মন্তব্য চালু নেই