ফরিদপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

“তথ্য নেব তথ্য দেব দেশ গড়ায় অংশ নেব” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে বনাঢ্য নানা আয়োজনে পালিত হলো আন্তজাতিক তথ্য জানার অধিকার দিবস।

আজ রবিবার সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্য এক র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসক সরদার সরাফত আলীর নেতৃত্বে র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তজাতিক তথ্য জানার অধিকার দিবসের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, এডিএম এরাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, রাসিনের আসমা আক্তার মুক্তাসহ প্রমুখ।



মন্তব্য চালু নেই