ফরিদপুরে মানব পাচার শিকার ব্যক্তিদের সুরক্ষা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

ফরিদপুরে এসোসিয়েশন ফর ভিলেজ এডভান্সমেন্ট (আভার )আয়োজনে ও রিলিফ ইন্টারন্যাশনালের সহযোগীতায় মানব পাচার শিকার ব্যক্তিদের সুরক্ষা বিষয়ক পরামর্শ সভা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আভার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

আভার নির্বাহী পরিচালক সুরেশ চন্দ্র হালদারের সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন আভার প্রকল্প পরিচালক আশরাব আলী মোল্লা, পরিচালক সুধীর কুমার মালো, উপ-পরিচালক জানে আলম, আঞ্চলিক সিনিয়র সমন্বকারী হাফিজুর রহমান, আঞ্চলিক সমন্বয়কারী মো. ফারুখ মিয়া।

সভায় জানানো হয় এই প্রকল্পের মাধ্যমে পাচারের শিকার ব্যক্তিদের বিভিন্ন সহয়তা প্রদান এবং বিদেশগামীরা যাতে পাচারের শিকার না হয় সে ব্যাপারে জনগনকে সচেতন করা। সভায় পাচারের শিকার এবং বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত ব্যাক্তিরা উপস্থিত ছিলেন ।



মন্তব্য চালু নেই