ফরিদপুরে মাদক ব্যবসায়ীকে ১বছরের কারাদন্ড

ফরিদপুর র‌্যাব ৮এর একটি বিশেষ দল আজ বধুবার সাড়ে ১১টার সময় সদর উপজেলার রথখোলা বাজারের কাছে খাজা বাবার দরবার শরীফের সামনে হতে ৪কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ আমিনুর রহমান এর নেতৃত্বে র‌্যাব এর দলটি ঘটনাস্থলের সন্নিকটে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে একজন ব্যক্তি তার ডান হাতে থাকা ০১টি পাল্লাস্টিকের বাজারের ব্যাগসহ দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব তাৎক্ষনিকভাবে তাকে ঘেরাওপূর্বক আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ আরিফ শেখ(২৫), পিতা-মোঃ রতন শেখ, সাং-রথখোলা, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে তাদের উপস্থিতিতে আভিযানিক দলের সদস্যগণ ধৃত আসামীর হাতে থাকা একটি পাল্লাস্টিকের বাজারের ব্যাগে রক্ষিত ০৪কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘ দিন যাবৎ গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। ফরিদপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনদৃপ ঘড়াই ধৃত আসামীকে গাঁজা নিজ দখলে রেখে বিক্রি করার অপরাধে ০১বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।



মন্তব্য চালু নেই