ফরিদপুরে মাইক্রোড্রাইভারের লাশ উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গা থেকে ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্য যাওয়ার কথা বলে মাইক্রোবাস ভাড়া করে নিয়ে পথিমধ্যে ড্রাইভারকে মেরে মাইক্রোবাসটিকে ছিনতাই করে নিয়ে গেছে গাড়ী ছিনতাইকারীরা।
গত রবিবার সকাল ১১টায় নিহত ড্রাইভারের লাশ ফরিদপুরের মুন্সিবাজার এলাকার মোহম্মদপুর বাইপাস সড়ক থেকে উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। নিহত ড্রাইভারের নাম রানা সেক(১৯) তার পিতার নাম আয়নাল সেক তাদের বাড়ী ভাঙ্গার নুরপুরে।
ছিনতাইকৃত গাড়ীর নম্বর ঢাকা মেট্র চ ১৫-৭২৬৩ গাড়ীটির মালিকের নাম পরিমল বোস। এর আগে গাড়ীটি গত শনিবার বিকেলে ভাঙ্গা থেকে তিনজন ভাড়া করে এয়ারপোর্টের কথা বলে।
নিহত ড্রাইভার রানার এক আত্মীয় জানান, রানারা দুই ভাই বোন বাবা মায়ের সংসার চলতো রানার উপার্জন দিয়ে এখন কি যে হবে সংসারটিতে কে জানে। এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য চালু নেই