ফরিদপুরে ভোটার তালিকা হালনাগাদ করণে প্রস্ততি সভা অনুষ্ঠিত

ফরিদপুর সদর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কক্ষে অনুষ্ঠিত সভায় হালনাগাদ ভোটার তালিকার বিভিন্ন দিক তুলে ধরেন উপজেলা পঃপঃ কর্মকর্তা মোঃ কামরুল হাসান।

ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাচন অফিসার মোঃ এনামুল হক, , ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান পিকুল প্রমূখ বক্তব্য রাখেন।

সভায় কামরুল হাসান জানান. ফরিদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়নের জন্য ২০৬ জন তথ্য সংগ্রহকারীকে আগামীকাল (বৃহস্পতিবার) ফরিদপুর জেলা স্কুলে প্রশিক্ষন দেওয়া হবে। তারা আগামী ৭ থেকে ২২ আক্টবর ১৫ দিন চলবে বাড়ি বাড়ি গিয়ে অনুসন্ধান করবে। পরবর্তিতে চলবে জেলার ৯ ইউনিয়ন পরিষদে ২ দিন ব্যাপী ছবি সংগ্রহের কাজ।

এছাড়া গত ০১জানুয়ারী ২০০০ বা তার পূর্বে জন্মগ্রহনকারী যারা ভোটার হয়নি তাদের ভবিষ্যতে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির লক্ষ্যে তথ্য সংগ্রহ করা হবে।

বক্তারা নির্ভূল ভোটারতালিকা প্রনয়নে তথ্য সংগ্রহকারীদের সজাগ থাকার পরামর্শ প্রদান করেন।



মন্তব্য চালু নেই