ফরিদপুরে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত
ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ১টার দিকে শহরের বাইপাস সড়কের পিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি গুলি ও ৮টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় জানা যায়নি।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, রাত ১টার দিকে পিয়ারপুর এলাকার বাইপাস সড়কের পাশে দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
মন্তব্য চালু নেই