ফরিদপুরে পেয়াজ দানার বাম্পার ফলনের আশাবাদ

ফরিদপুরের সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পেয়াজ দানার বাম্পার ফলনের আশাবাদ করছে এর সাথে জরিত কৃষকরা। উপজেলার শোভারামপুর, গোবিন্দপুর, কাচারিরটেক, কামারডাংগিসহ বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে পেয়াজদানায় ভরে গেছে মাঠের পর মাঠ গুলো। শোভারামপুর এলাকার দানা পিয়াজ চাষী রিপন ব্যাপারী জানান, আমার ৬০শতাংশ জমিতে দানা পেয়াজের চাষ করেছি আশা করছি ৩মন দানা হবে। তবে কিছুটা ক্ষতি করেছে কুয়াশায় তাছাড়া কোন সমস্যা হয় নাই। আশা করছি তিন লক্ষ টাকা বিক্রি নামবে এবার আমার।

একই এলাকার ফজল সিকদার, আলমাছ ব্যাপারী, রফিক মেম্বারসহ অনেকে দানা পেয়াজের চাষ করেছেন ক্ষেতের পর ক্ষেত জুড়ে। এ ব্যাপারে জেলা কৃষি কর্মকর্তারা জানান, আমাদের ফরিদপুরে বেশির ভাগ এলাকায় তাহেরপুরী জাতের পেয়াজ দানার চাষ হয়ে থাকে। এবার আহবাওয়াসহ সব কিছু অনুকুলে থাকার কারনে পেয়াজ দানার চাষ ভাল হয়েছে।



মন্তব্য চালু নেই