ফরিদপুরে পুলিশ সুপার কাপ কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফরিদপুরে তিন দিনের পুলিশ সুপার কাপ কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষ হয়েছে। আজ বুধবার বিকাল ৪টায় ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে পুলিশ সুপার ও ক্রীড়া সংস্থা’র সহ সভাপতি মোঃ জামিল হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম খেলা শেষে ফাইনালে বিজয়ী বোয়ালমারী দলের হাতে পুরুস্কার তুলে দেন।

এসময় অন্যান্যদের মধ্যে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএমএ আহসান তুহিন, সহ সভাপতি আমিনুর রহমান ফরিদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত সোমবার থেকে জেলার নয়টি উপজেলা থেকে নয়টি দল অংশ নিয়েছিলো প্রতিযোগিতায়। এর মধ্যে থেকে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বোয়ালমারী ও মধুখালী উপজেলা দল।



মন্তব্য চালু নেই