ফরিদপুরে পাঁচদিনের টানা বর্ষনে জনজীবন বিপর্যস্থ
ফরিদপুরের গত পাঁচদিনের টানা বর্ষনে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে জেলার সর্বত্র। ফরিদপুরের বিভিন্ন উপজেলার অনেক জায়গার এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নীচু এলাকার পাট এবং ধান তলিয়ে গেছে। অনেক জায়গায় বন্যার আবহ তৈরি করেছে এই অব্যাহত বৃষ্টি যা এখন মরার উপর খরার ঘাঁ গরীবের জন্য। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত অবিরাম চলা এ বর্ষনে নি¤œ আয়ের মানুষ বিশেষ করে দিনমজুর পরিবারে দেখা দিয়েছে চরম হতাশা ও উৎকন্ঠা।
গত বুধবার থেকে শুরু হওয়া টানা বর্ষনে গতকাল রবিবার পর্যন্ত অব্যাহত রয়েছে। মধ্য আষাঢ়ের টানা বর্ষন দিনমজুর পরিবারের জন্য এখন অভিশাপ হয়ে দাড়িয়েছে। টানা বর্ষনে বিভিন্ন এলাকায় সড়ক ধ্বসে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জেলার বিভিন্ন রাস্তায় খানা খন্দের সৃষ্টি হয়েছে। ফরিদপুর শহরের রিক্সা চালক রতন জানান, গত ৫ দিন ধরে বৃষ্টির কারনে কোন কাজ করতে পারিছি না ফলে আমার পরিবারে খাবার সংকট দেখা দিয়েছে নগরকান্দা উপজেলার ভ্যান চালক আহাদুল বলেন, ৫ দিন ধরে ভ্যান চালাতে পারছি না কিন্তু প্রতিদিনই চাল ,ডাল সহ অন্যান্য বাজার করতে হচ্ছে হাতে জমানো টাকা শেষ এভাবে আর দু এক দিন বৃষ্টি হলে পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে। বৃষ্টি কতদিন চলবে তার কোন সঠিক হিসেব বলতে পারছে না জেলা আবহাওয়া অফিস সূত্রে।
মন্তব্য চালু নেই