ফরিদপুরে পরিচ্ছন্নতাকর্মীসহ দুজন খুন
ফরিদপুর পৌরসভার পশ্চিম খাবাসপুরে মিয়াপাড়া সড়কে এক পরিচ্ছন্নতাকর্মী ও তার এক সহযোগীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোররাতের কোনো এক সময় এ হত্যার ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী মানিক জমাদ্দার (২৮) ও তার স্ত্রীর ভাই ভরত জমাদ্দার (২৩)। তারা দুজনই পৌরসভার আলীপুর এলাকায় হরিজন পল্লীতে বসবাস করতেন।
এলাকাবাসী জানায়, শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় লাশ দুটি মুসল্লিদের নজরে আসে। পরে তারা পুলিশে খবর দেন।
এদিকে নিহত পরিচ্ছন্নতাকর্মী মানিক জমাদ্দারের বাবা কিশোর জমাদ্দার জানান, ইতিপূর্বে রাতে ওই এলাকায় কাজ করার সময় কিছু লোক (দুর্বৃত্ত) বেশি রাতে কাজ না করার জন্যে হুমকি দিত। তিনি ধারণা করেন, রাতে বিচরণকারী দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তিনি আরো জানান, নিহতরা রাত ২টা থেকে ৩টার মধ্যে সড়ক পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে এসেছিল।
কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, থবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, নিহতদের মুখে ও মাথায় কেপের চিহ্ন রয়েছে।
মন্তব্য চালু নেই