ফরিদপুরে নাশকতা রোধে মহাসড়কে আনসার মোতায়েন

ফরিদপুওে বিভিন্ন এলাকায় মহাসড়কের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার সদর উপজেলার ঢাকা ফরিদপুর মহাসড়কের কোমরপুর ৩নং ক্যাম্প থেকে মহাসড়কের নিরাপত্তার কাজ উদ্বোধন করা হয়।

ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী থেকে রাজবাড়ী সীমান্ত পর্যন্তু তিনটি ক্যাম্পে ৩৬ জন নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে বলে জানা যায়।

জেলা আনসার অফিসার ও নিরাপত্তা ক্যাম্পের সমন্বয়কারী বসিরুল আলম জানান, সড়কের আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশকে সহায়তা করার জন্য এই অপারেশন চালু করেছি। তিনি জানান, তিন শিফটে ৮ ঘন্টা করে ২৪ ঘন্টায় এই পাহারা চলবে।

ফরিদপুরের ক্যাম্পগুলো হলো আড়কান্দি, মধুখালী বাজার ও কোমরপুর।



মন্তব্য চালু নেই