ফরিদপুরে নামযজ্ঞ উপলক্ষে রাতভর গ্রামীণ মেলা অনুষ্ঠিত হচ্ছে
নিখিল বিশ্বের মঙ্গল কামনায় ফরিদপুরের সদর উপজেলার ব্রাক্ষ্মনকান্দার ব্যানার্জী বাড়ির রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে চলা ২৪ প্রহরব্যাপী অখন্ড তারকব্রক্ষ্ম নামযজ্ঞ ও অষ্টকালী লীলা কীর্ত্তন উপলক্ষ্যে বিশাল এলাকা জুড়ে বসেছে গ্রামীণ মেলা।
মেলায় স্থান পেয়েছে নাগর দোলা, চরকি ছাড়াও নানা বাহারি পসরা। শতাধিক পসরার অধিকাংশ দখল করে আছে বাহারি খাবার, মাটির পন্যসহ নারী ও শিশুদের সামগ্রীর দোকান।
১৬ ডিসেম্বর বুধবার শুরু হওয়া এ মেলা ও নামযজ্ঞ মঙ্গলবার সন্ধ্যায় ভোগরাগের মধ্যে দিয়ে শেষ হবে।
গত সোমবার সকাল থেকে শুরু হওয়া অষ্টকালী লীলাকীর্তন মঙ্গলবার ভোররাতে রাসলীলা পালার মাধ্যমে শেষ হয়। যাতে গান পরিবেশন করেন বিখ্যাত শিল্পি শ্রী অমল ব্যানার্জী, তৃষ্ণা দেবনাথ ও পুষ্প রানী।
প্রতিদিনই ভারতসহ দেশের বিভিন্ন জেলা থেকে শত শত নারী পুরুষ সমবেত হচ্ছেন এই অনুষ্ঠানে।
শ্যামল ব্যানার্জী জানান, প্রতিদিনই নানা ধর্মের হাজারো নারী-পুরুষ মেলায় সমবেত হওয়ায় মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধের উদয় হচ্ছে।
মন্তব্য চালু নেই