ফরিদপুরে জমে উঠেছে দুই মেয়র প্রার্থীর নগরকান্দা পৌরসভার উপ-নির্বাচন
ফরিদপুরের নগরকান্দা পৌরসভার উপ-নির্বাচন জমে উঠেছে, দুইজন প্রার্থী সকাল থেকে গভীর রাত অবধি চষে বেরাচ্ছেন নির্বাচনী মাঠে। সকাল হলেই মাইকের শব্দ কানে আসছে সাথে থাকছে বিভিন্ন সময় মিছিল যা পৌরসভায় একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ভোটারদের সাথে কথা বলে জানাযাই তারা এবার সৎ যোগ্য ও নিষ্ঠাবান মেয়র প্রার্থীকে ভোট দিতে চান। আ.লীগ সমর্থিত মেয়রপ্রার্থী মোঃ রায়হানউদ্দীন মিয়া এবং বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোঃ আসাদুজ্জামান আসাদ নগরকান্দা পৌর এলাকায় ব্যাপক গনসংযোগ করেছেন।
শনিবার সকাল ১১টায় নগরকান্দা পৌর এলাকার নগরকান্দা বাজারে দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে ব্যাপক গনসংযোগ করেছেন আ.লীগ সমর্থিত প্রার্থী মোঃ রায়হানউদ্দীন মিয়া। অন্যদিকে বিএনপি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জুঙ্গরদী বাসষ্ট্যান্ড এবং চৌমুখা এলাকায় গনসংযোগ করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোঃ আসাদুজ্জামান আসাদ। আ’লীগ সমর্থিত প্রার্থীর গনসংযোগ কালে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোঃ বেলায়েত হোসেন মিয়া, নগরকান্দা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আবু বকর মিয়া, সংসদ উপনেতার ব্যাক্তিগত কর্মকর্তা মোঃ আমিরুজ্জামান প্রিন্স, নগরকান্দা উপজেলা আ’লীগের সহ সভাপতি চরযোশরদী ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার ওহিদুল বারী আলম, আ’লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক কাজী বাবুলসহ প্রমুখ।
এ ছাড়াও নগরকান্দা উপজেলা ও পৌর আ.লীগ এবং এর বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা প্রতিদিন বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পৌর এলাকার পাড়া-মহল্লায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত নারিকেল গাছ প্রতীকের পক্ষে গনসংযোগ করছেন। অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থীর গনসংযোগ কালে উপস্থিত ছিলেন নগরকান্দা পৌর যুবদলের আহবায়ক মোঃ হেলালউদ্দীন হেলাল, যুগ্ম আহবায়ক ফায়েকুজ্জামান লেলিন, ইলিয়াছ হোসেনসহ প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি ও তার বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা। এ ছাড়াও নগরকান্দা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং এর বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা প্রতিদিন বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পৌর এলাকার পাড়া-মহল্লায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত জগ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করছেন। মোটকথা ৬ই মে ঘটতে যাওয়া নগরকান্দা পৌরসভার উপ-নির্বাচন এখন নির্বাচনী আমেজে পরিপূর্ন হয়ে উঠেছে পাড়া মহল্লা গুলো, যা হয়তো সামনে দিনে আরো বাড়বে দিন বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে।
মন্তব্য চালু নেই