ফরিদপুরে ক্ষুদে মামা ইলিশ মাছের অবাধ বিক্রি
ফরিদপুরের বিভিন্ন হাট বাজারে ও প্রশাসনের নাকের ডগায় অবাধে বিক্রি হচ্ছে খুদে মামা ইলিশের বিক্রি। মানুষ যাকে বলে মামা ইলিশ বা জাটকা মাছের পোনা। দু ধরনের পোনা আপনার চোখে পড়বে এক ধরনের একটু বড় মামা ইলিশ। আর এক ধরনের চাপলে মাছের মতো ছোট জাটকা ইলিশ। আপনাদের দেখে প্রথমে মনে হবে এগুলো চাপলে মাছ আসলে তা নয় এগুলো আসল ইলিশের পোনা বা জাটকা মাছ।
এ যেন প্রশাসনের নাকে তেল দিয়ে ঘুমানোর ছবি। জেলায় অনেক সময় অনেক জায়গায় ভ্রাম্যমান আদালতের সরব উপস্থিতি থাকলেই এক্ষেত্রে খুব একটা সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না জেলায়। জেলা শহরের প্রান কেন্দ্র ষ্টেশন বাজারে গিয়ে সরোজমিনে দেখা যাই, মাছ বিক্রেতারা দেদারছে বিক্রি করছে ছোট মামা ইলিশ ছবি তুলতে গেলে দৌড় দিয়ে পালিয়ে যায়।
কথা হলো হাটের এক মাছ বিক্রেতার সাথে তিনি জানান, এ গুলো খুবই অন্যায় কাজ তারপরেই বিক্রি করছে শুধু টাকার জন্য। এছাড়া সকালে ও বিকেলে বিভিন্ন বাজারে ও বিভিন্ন হাটে গিয়ে দেখা গেল মাছ বিক্রেতারা অবাধে বিক্রি করছে ছোট মামা ইলিশ ও ইলিশের পোনা বা জাটকা মাছ। জেলার ষ্টেশন বাজার, হেলিপোর্ট বাজার, শিবরামপুর বাজার, খলিলপুর হাট, পিঠাকুমরা বাজার, লক্ষী দাসের হাট, কানাইপুর বাজার, মমিন খাঁর হাটসহ বিভিন্ন জায়গায় মাছ বিক্রেতারা অবাধে বিক্রি করছেন এই মাছ।
আমাদের দেশের ইলিশের বিশ্বব্যাপিসহ দেশে বিশাল চাহিদা রয়েছে আর এভাবে যদি ছোট ছোট পোনা ইলিশ মাছ গুলোকে অঙ্কুরেই মেরে ফেলা হয় তাহলে এর বিরাট চাপ পরবে সামনের মৌসুমে বলে মনে করেন বিশিষ্টজনরা। তাদের মতে যারা এই পোনা মাছ ধরা ও বিক্রির সাথে জরিত তাদের চিহ্নিত করে এখনিই শাস্তির আওতায় আনতে হবে নইলে আমাদের সামনের বছরে এর মাসুল গুনতে হবে। ওদুর ভবিষৎতে হারাতে হবে ইলিশ বলে কোন মাছ ছিল, যা ছবি দেখে বিশ্বাস করতে হবে। মোট কথা ইলিশ মাছ ছবিতে পাওয়া যাবে, বাস্তবে নয়।
মন্তব্য চালু নেই