ফরিদপুরে কুলসুম হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দৈবকিনন্দনপুন গৃহবধু কুলসুম বেগম হত্যার দোষীদের বিচার দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী।
আজ রবিবার সকাল ১১ টায় দৈবকিনন্দনপুর গ্রামে মানববন্ধন কর্মসুচিতে কয়েকশত এলাকাবাসী অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতর ছেলে ও মামলার বাদী ইসরাফ্রিল ফকির, আখি বেগম, সবুরুন বেগম ও রজিয়া বেগম প্রমুখ।
বক্তারা এসময় বলেন, কুলসুম হত্যাকে পুজি করে পুলিশ আসামীদের পক্ষ নিয়ে গ্রামবাসীকে হয়রানী করছে।
যদিও এ অভিযোগ অস্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর মোঃ ইন্তাজ আলী বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
উল্লেখ্য গত ১৩ই জুন রাতে এলাকার চিহ্নিত সন্ত্রসীরা কুলসুম বেগমকে তার ঘরের মধ্যে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতর ছেলে ইসরাফ্রিল পরদিন ১৪ই জুন বোয়ালমারী থানায় ১৩জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। পরে মামলাটি তদন্তের জন্যে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) এ স্থানান্তর করা হয়।
মন্তব্য চালু নেই