ফরিদপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের নগরকান্দায় সালথা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গট্টি ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তিহারউদ্দিন মাতুব্বরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অপর একজন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে নগরকান্দা উপজেলার বিনোকদিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক ইফতার মাহফিল শেষে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিহারউদ্দিন মাতুব্বর এবং তাঁর ভাই শাহিদ মাতুব্বর নিজ বাড়ি সালথা উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষ্মণদিয়ায় ফিরছিলেন। পথিমধ্যে নগরকান্দা উপজেলার বিনোকদিয়া নামক স্থানে কয়েক দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তিহারউদ্দিন মাতুব্বরকে কুপিয়ে হত্যা করে এবং লাশটি রাস্তায় ফেলে যায়। এ ঘটনায় শাহিদ মাতুব্বরও আহত হন।

নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. লিয়াকত বলেন, তিহারউদ্দিন মাতুব্বরকে কে বা কারা হত্যা করেছে বলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।



মন্তব্য চালু নেই