ফরিদপুরে “আজি ১৬ ডিসেম্বর” গানের সিডির মোড়ক উন্মোচন

ফরিদপুর শ্রীধাম শ্রীঅঙ্গনের সাধু শ্রীমৎ মানস বন্ধু ব্রক্ষচারীর সুর ও গীত রচনায় গানের সিডি “আজি ১৬ ডিসেম্বররের” মোড়ক উন্মোচন করা হলো ফরিদপুর শ্রীধাম শ্রীঅঙ্গনে।

শুক্রবার বিকাল ৪টায় সিডিটির মোড়ক উন্মোচন করেন শ্রীধাম শ্রী অঙ্গনের কার্যনির্বাহী পরিষদের শ্রীমৎ কান্তি বন্ধু ব্রক্ষচারী। আর সিডিটির প্রযোজনা করেছেন শ্রীধাম শ্রী অঙ্গন, ফরিদপুর।

এ উপলক্ষে আজ ফরিদপুর শ্রীধাম শ্রীঅঙ্গন প্রাঙ্গনে জাকজমক পূর্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিডির সুরকার ও গীতিকার শ্রীমৎ মানস বন্ধু ব্রক্ষচারী জানান, আমার গানের সিডিটা ১৬ই ডিসেম্বরকে নিয়ে লেখা এতে মোট ৮টি গান রয়েছে যার ৭টি গান মহান বিজয় দিবস ও বঙ্গবন্ধুকে নিয়ে।

এতে ভারতের দুজন খ্যাতনামা শিল্পি গান গেয়েছেন তার হলেন স্বপন চক্রবর্তী ও স্বনার্লী চক্রবর্তী।

তিনি আরো জানান, আমার এই গানের সিডি ৭১এর শহীদ স্মরনে ও এই আঙ্গিনায় অষ্ট শহীদদের উৎসর্গ করা হলো। এছাড়া আমার আশা এই গানের সিডিটা প্রধানমন্ত্রীর হাতে পৌছালে আমি তৃপ্ত হব।



মন্তব্য চালু নেই